ভাঙ্গুড়ায় স্থানীয় কলেজ পাড়া ক্রিকেট একাদশের উদ্যোগে ‘এমপি কাপ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর এমন খেলা দেখতে পেরে দারুন খুশি বিভিন্ন বয়সী দর্শক। মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন কর হয় বলে জানায় ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্যরা। আর করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন এলাকায় এমন খেলা ছড়িয়ে দেওয়ার আহবান ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হয়ে আসা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌর সভার কলেজ পাড়া ক্রিকেট একাদশের আয়োজনে ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইব্রাহিম হোসেন ইরানের তত্ত্বাবধানে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলকতি মুন ক্রিকেট একাদশকে ১০ উইকেটে হারিয়ে সিরাজগঞ্জ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। ১৬টি ক্রিকেট একাদশ এই অংশ গ্রহণ করে প্রায় এক মাস ব্যাপি এই খেলা চলেছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ, ভাঙ্গুড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ ফয়সাল বিন আহসান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল,পৌর ছাত্র লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন খান প্রমুখ।
#চলনবিলের আলো / আপন