লামা প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ফাতেমা দরগাহ্ এলাকার আমির হামজা পাড়াস্থ আলমগীর সিকদারের বাগান পরিছন্ন নিরাপত্তা কর্মী লাশ উদ্ধার। সরই ইউনিয়নে আলোচিত আলমগীর সিকদার খুনের একই ঘটনাস্থলে আজ রোববার (২৮ জুন) রাত ১০টায় বাগানের কেয়ারটেকারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সন্ধ্যায় বাগানের আরেক কর্মী বাদশার সাথে নিহত ব্যক্তির ঝগড়া হয়। বাদশা পলাতক রয়েছে। তাকে খুঁজছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিউল আলম। তবে কি কারণে আক্তার হোসেন এর মৃত্যুর হয়েছে তা এখনো জানা যায়নি। লাশ এখন লোহাগাড়া পদুয়া হাসপাতালে আছে।