নাঈম ইসলাম বাঙালি, তাড়াইল কিশোরগঞ্জঃ-
কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা, সিংধা গ্রামের বিভিন্ন শ্রেণির রাজনীতিবিদের মাঝে অনেকদিন যাবৎ স্নায়ুযুদ্ধ চলছে। দিন দিন এভাবে একে অপরের ক্ষমতা হরণ করে চলছে সমাজে। অপরদিকে হচ্ছে অপ্রকাশ্য একে অপরের সামাজিক ক্ষতি। কোনোভাবেই এসব সামাজিক ক্ষতি থেকে বন্ধ করা যাচ্ছে না। জানা যায়, কয়েকমাস আগে সিংধা এলাকায় সরকারি একটা বাজেট অনুমোদন হয়। আর এ বাজেট দিয়ে এলাকায় কাঁচা রাস্তায় কিছু মাটি দিয়ে রাস্তাটি মজবুত করে। মূলত এ বাজেট নিয়েই চলছে তাদের মধ্যে প্রতিহিংসা এবং সমাজে চলছে অনেক ধরণের হুমকি।
বিপক্ষের রাজনীতিবিদ মোতালিব হোসাইন সে এই কাঁচা রাস্তায় কিছু গাছ রোপণ করেছিল। কিন্তু এ চারাগাছ কিছু দিন পর হঠাৎ সকালে দেখা যায় কাটা।কোনো শত্রুর চক্রান্তে এ গাছগুলো কাটা হয়েছে গাছের মালিক মোতালিব হোসাইন বলেন। গাছগুলো কে কেটেছে তা এখনো জানা হয় না কিন্তু এ গাছের কাছে মোঃ রশিদ মিয়ার ছেলে আলমগীর একদিন সন্ধ্যায় বসে আড্ডা দিচ্ছে কিন্তু হঠাৎ গাছের মালিক মোতালিব হোসাইন তাকে দুষা রূপ করছে অপরদিকে মোঃ আলমগীরও তার সাথে রেগে যায়। এখান থেকেই সূচনা ঝগড়ার। গ্রাম বিভক্ত হয়েগেলো দুটি পক্ষে।
এ নিয়ে সমাজে বিভিন্ন সংঘর্ষের হুমকি দেওয়া হয়। কিন্তু পাশ্ববর্তী এলাকার বিভিন্ন দরবারীগণ মিমাংসার প্রচেষ্টা চালিয়ে চাচ্ছে। তাদের অনবদ্য প্রচেষ্টায় ২৯-০৬-২০২০ তারিখ শালিশ বসা হয়। শালিশ মুটামুটি মিমাংসার পক্ষে কিন্তু কিছু কালো টাকার দরবারি এ শালিশে সংঘর্ষের বাঁধ সৃষ্টি করে দেয় দুই পক্ষের মাঝে, তা নিয়ে এ শালিশের মাঝেই দুই পক্ষ সংঘর্ষের মুখামুখি হয়।