সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি সাকিনস্থ হানিফ হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৬ গ্রাম হেরোইন এবং ২৯ পিচ ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন, নগদ ৪৭,০০০/-(সাত চল্লিশ) হাজার টাকা এবং ০১ টি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ হেলাল হোসেন (৫২),পিতা-মৃত- মোজাম্মেল হক, সাং- ঘরগ্রাম, ২। মোঃ সোবাহান (২২), পিতা- মোঃ আব্দুল মজিদ, সাং- গোয়ালগ্রাম, উভয় থানা- তাড়াশ , জেলা- সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ)/৩৬(১) সারণীর ১০(ক)/৩৮ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন