মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
বানিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় অভয়নগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার বিকালে নওয়াপাড়া পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মাহাতাব শিকদারের ছেলে রমজান আলী (৪০) কে ১০ গ্রাম গাজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং সন্ধ্যায় উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামের সানোয়ার হোসেন সরদারের ছেলে লিটন হোসেন সরদার (৩৫) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম ও ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডলের নের্তৃত্বে একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযানে রমজান আলী ও লিটন হোসেন সরদার কে আটক করে থানা পুলিশ। এ ব্যাপারে অভয়নগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।