শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রামুর গর্জনিয়াতে খালের বালি তোলার কারণে শতশত পরিবার হুমকির মুখে

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২০

মোহাম্মদ জিয়া কক্সবাজার প্রতিনিধি:

রামুর গর্জনিয়াতে প্রশাসনের নির্দেশ অমান্য করে বড় গজ্জই খাল ও বাকখালি নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন অব্যাহত রেখেছে একটি প্রভাবশালী মহল।ইউনিয়নের এই দুই নদীর প্রায় পাঁচটি স্থান থেকে প্রতিদিন শত শত ট্রলি বালি উত্তোলন করা হচ্ছে। এর ফলে বন্যার সময় হুমকির মুখে পড়ে গর্জনিয়া শত শত পরিবার । সেই সাথে ক্ষতির মুখে পড়ে ফসল উৎপাদন ছেড়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে অসংখ্য গরিব কৃষকদের। এলাকাবাসী জানান গত কয়েকদিন আগে বন্যার কারণে এলাকার কিছু রাস্তা খুবই ক্ষয়ক্ষতি হয়। বন্যায় ক্ষতি হওয়া রাস্তা গুলো মেরামতের জন্য এগিয়ে আসেন গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ।

 

কিন্তু গর্জনিয়ার ইউপি সদস্য আব্দুর জব্বার তার এলাকায় ভেঙ্গে যাওয়া রাস্তাটি তিনি নিজেই মেরামত করবে বলেন। কিন্তু দেখা যায় তিনি রাস্তা মেরামতের নাম দিয়ে প্রতিদিনের ন্যায় আবারও নদী থেকে বালি উত্তোলন করে থোয়াঙ্গাকাটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাহাড় করে নেন এবং ঐখান থেকে বালি বিক্রি শুরু করে। স্থানীয় কিছু যুবক বলেন থোয়াঙ্গেরকাটা ভেঙ্গে যাওয়া রাস্তা বিনামূল্যে মেরামতের উদ্যোগ নিয়েছিলো যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ। স্থানীয়দের সাথে কথাও হয়েছিলো। কিন্তু ওয়ার্ড মেম্বার আব্দুল জব্বার জানিয়েছিলো চেয়ারম্যান এবং ওনার সহায়তায় এই রাস্তা মেরামত করে দিবেন। কিন্তু এখন রাস্তা মেরামতের নাম করে মেম্বার আব্দুল জব্বর স্কুলের মাঠ ভর্তি করেন বালু তুলে।

 

সেই বালি গুলো পিক আপ ভরে বিক্রি করে দিচ্ছেন। এইভাবে প্রতিনিয়ত প্রশাসনকে ফাঁকি দিয়ে নদীর বালি উত্তোলনের মাধ্যমে গর্জনিয়ার অধিকাংশ এলাকা নদীতে বিলীন করে দিচ্ছে। স্থানীরা বলেন গর্জনিয়ার শত শত পরিবার দিন দিন চিন্তিত হয়ে পড়ছে। তাদের চোখে ঘুম আসছে না এলাকার ভয়াবহতার চিন্তায়। পরিবেশ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের সু-দৃষ্টি কামনার পাশাপাশি কঠোর হওয়ার জন্য অনুরোধ জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।