রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বিলপ্তির পথে চিরচেনা সিরাজগঞ্জের শীতল পাটি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ মার্চ, ২০২২

সিরাজগঞ্জের আটঘরিয়া ও চাঁদপুরের শীতল পাটির চাহিদা এক সময় দেশব্যাপী সমাদৃত থাকলেও সময়ের ব্যবধানে এটি এখন বিলুপ্তির পথে। এক সময়ে লোকশিল্পগুলোর মধ্যে অন্যতম ছিল পাটি শিল্প। পাইত্তা কেটে বেত বানিয়ে তা সিদ্ধ বা শুকিয়ে বুনানো হয় পাটি। গরমের দিনে এই পাটি ব্যবহারে স্বস্থির নি:শ্বাস বা দেহমন ঠান্ডা হয় বলেই একে শীতল পাটি বলা হয়। শীতল পাটি প্রস্তুতকারীদের হাতে মুলধনের অভাব,সঠিক বাজারজাত করণ,প্লাস্টিক শিল্পের থাবা,উপকরনের মুল্যবৃদ্ধি সহ সরকারিপৃষ্ঠপোষকতার অভাবসহ নানাবিধ সমস্যার বেড়াজালে কারুশিল্পীরা এ পাটি তৈরিতে দিনদিন আগ্রহ হারাচ্ছেন।আগে ক্রেতারা বিয়ের অনু্ষ্ঠান সহ যে কোন অনুষ্ঠানে শীতল পাটি বাধ্যতামুলক কিনতো। আধুনিকতার ছোয়ায় এখন সিরাজগঞ্জের ক্ষুদ্র জনগোষ্ঠির নারীদের হাতে বুনানো ( মুর্তা) বা পাইত্তার শীতল পাটি আর তেমন দেখা যায় না।

৮০-৯০ দশকে এ সব শীতল পাটি সাধারন মানুষদের ঘরে ঘরে ব্যবহার হত। আধুনিকতার স্পর্শে মানুষের জীবন মানের পরিবর্তেনের সঙ্গে হারিয়ে যেতে বসেছে এ শীতল পাটি। এ পাটির পরিবর্তে এখন প্লাস্টিক পাটি, চট-কার্পেট,মোটা পলিথিন,রকমারি ফ্লোর পেপার সহ বিভিন্ন উপকরণ স্থান দখল করে নিয়েছে। শীতল পাটির বুনন ও চাহিদা কমলেও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া, জয়ানপুর ও কামারখন্দ উপজেলার চাঁদপুর গ্রামের ক্ষুদ্র জনগোষ্ঠীর নারীরা শত কষ্টেও তাদের পুর্বপুরুষদের প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছেন।

স্থানীয় মুরুব্বীদের মতে,প্রায় ২শ’ বছর ধরে এসব এলাকায় পাইত্তার চাষ হচ্ছে। এ সব এলাকার নারী- পুরুষদের সমন্বয়ে তৈরীকৃত শীতল পাটি দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও হাটবাজারে খুচরা বিক্রি হতো। প্লাস্টিক শিল্পের চাহিদা বৃদ্ধি সহ নানাবিধ সমস্যায় শীতল পাটির ব্যবসা এখন পথে বসেছে। রায়গঞ্জের আটঘরিয়া গ্রামের আসমা,রানীকা,সোহাগী ,শীতারানী,,ঝর্না কুমারীসহ অনেকেই বলেন,এক সময় আটঘরিয়া,জয়ানপুর এলাকার প্রতিটি বাড়িতে শীতল পাটি তৈরীতে ব্যস্ত থাকত নারী-পুরুষ। হাতে গোনা কিছু পরিবার ছাড়া এখন আর তেমন চোখে পড়ে না। কামারখন্দের চাঁদপুর এলাকার প্রায় শতাধীক ক্ষুদ্র পরিবার এখনও এই পেশাটি ধরে আছেন।

বিঘাপ্রতি ৩০-৩৫ হাজার টাকা দরে পাইত্তা কিনে পুরুষেরা সলাকা থেকে চিকন বেত তৈরি করেন। আর মেয়েরা বিভিন্ন রকমারী সাজে পাটি বুনাতে ব্যস্ত দেখা যায়। পাটু প্রস্তুতকারীরা জানিন, সপ্তাহে ২ টি বড় পাটি বুনানো যায়। আকার বুঝে ১২ থেকে ১৮ শত টাকায় বিক্রি করা যায় বলেও জানান চাঁদপুরের শ্রীমতী আদুরী রানী। একই গ্রামের ৮৫ বছর বয়সী শ্যামসুন্দর জানান,পুর্ব পুরুষেরা এ পেশাই করত। তাই ছোট বেলা থেকে এ পেশা করে আসছি। তিনি আরও বলেন,অনেকেই এসে ছবি তুলে নিয়ে যায়। তবে ভাগ্যের কোন পরিবর্তন হলো না।সরকারি কোন পৃষ্ঠপোষকতা না পেলেও বাপ,দাদার পেশা হিসেবে আজও ধরে রেখেছি।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ