যশোর অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চলের কালিশাকুল গ্রামে জমি নিয়ে বিরোধে গাছ কেটে প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে, জোর করে ভূক্তভোগী পুলিন বিহারী মন্ডলের পুত্র নিতাই চন্দ্র মন্ডলের ফলজ গাছ কর্তনসহ তার বাড়ির মধ্যে দিয়ে প্রাচীর নির্মাণ করেছে একই এলাকার গুরুচাঁদ মন্ডলের পুত্র তাপস মন্ডল। দুই পরিবার দীর্ঘদিন যাবৎ যার যার বসত ভিটায় দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করছিল। কিন্তু হঠাৎ নিতাই চন্দ্র মন্ডলের বাড়ির ভেতর তাপস মন্ডল সোয়া একশতক জমি পাবে দাবি করার কারনে বিরোধের সৃষ্টি হয়। ভূক্তভোগী অভিযোগ করে বলেন, ভোগ দখলীয় সম্পত্তি থেকে গোয়াল ঘর ও আমার বাথরুম ভেঙ্গে ও কয়েকটি ফলজগাছ কর্তন করে তাপস মন্ডল সীমানা প্রাচীর নির্মাণ করেছে। আমি অসহায় দিন মজুর হওয়ায় আমার প্রতিপক্ষ তাপস মন্ডল তার লোকজন নিয়ে আমার পরিবারসহ আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমি গত বছর ১৬জুলাই অভয়নগর থানায় লিখিত অভিযোগ করি। স্থানীয় মেম্বর বিষ্ণুপদ রায় দু’পক্ষকে নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা করেন, কিন্তু তারা আমার বসতবাড়ির জমির পরিবর্তে অন্য জায়গা থেকে জমি দেয়। এ পর্যন্ত জমির বিরোধ মিমাংসা না হওয়ায় আমি পুনরায় গত ১৮ জানুয়ারী’২২ অভয়নগর থানায় আবারো লিখিত অভিযোগ করেছি, কিন্তু এখনো থানা কর্তৃপক্ষ বিষয়টি মিমাংসার উদ্যেগ গ্রহন করেনি।
এবিষয়ে তাপস মন্ডলের মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, বিরোধকৃত জমি নিয়ে বেশ কয়েকবার সালিশের মাধ্যমে মিমাংসা হয়েছে। এখন যদি সে না মানে আমার কি করার আছে। ভবদহ ক্যাম্পের ইনচার্জ সাহজুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি বিরোধপূর্ণ জমির মিমাংসা করার জন্য কয়েকবার বাদীকে খবর দিলেও তিনি বিভিন্ন কাজের অজুহাতে হাজির হননি, বাদী হাজির না হওয়ার কারণে আমি আইনগত ব্যবস্থা নিতে পারিনি।
#চলনবিলের আলো / আপন