কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পাবনায় পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান করা হয়।
১মার্চ(মঙ্গলবার) দুপুরে পাবনা পুলিশ লাইনের এএসআই আব্দুল জলিল মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ৫জন পুলিশ সদস্য ও কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরনকারী ৫০ জন পুলিশ সদস্যের পরিবারবর্গকে সম্মাননা ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সূধীজন অংশ নেন।
#চলনবিলের আলো / আপন