“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” শ্লোগানে সারাদেশের ন্যায় পাবনার চাটমোহরে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। পহেলা মার্চ সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর এজিএম চাটমোহর এজেন্সী অফিসের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, পপুলার লাইফের এজিএম মোঃ আব্দুল মজিদ, প্রগতি লাইফর ডিজিএম মোঃ নজরুল ইসলাম, শামীমুর রহমান শামীম। এসময় জীবন বীমা করপোরেশনের চাটমোহর অফিসের ইনচার্জ মোঃ ফিরোজুর রহমান, সাংবাদিক নূরুল ইসলাম, ডেল্টা লাইফের বিএম মোঃ আল্লেক হোসেন, বিএম আবুল কালাম আজাদ, ইউনিট ম্যানেজার মোস্তাফিজুর রহমান, আবু মুছাসহ বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা ও মাঠ পর্যায়ে ফিন্যালসিয়াল এসোসিয়েটবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বীমার গুরুত্বপূর্ণ দিক গুলো তুলে ধরে দেশে বীমা শিল্পে অগ্রযাত্রা ও সফলতা কামনা করেন।
শনিবার , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
চাটমোহরে জাতীয় বীমা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ মার্চ, ২০২২