পাবনার চাটমোহর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় পাঁচ সার বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার এ এ মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
জানাযায়, আগমনী বার্তার সাথে সারের মজুদ পরিস্থিতির অসঙ্গতি, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও ক্যাশ মেমো সংরক্ষণ না করায় চাটমোহরের নতুন বাজার এবং মির্জাপুর বাজার এলাকায় তিনজন বিসিআইসি ও দুইজন বিএডিসি সার ডিলার কে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম বলেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত করা হয়।
বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
চাটমোহরে বেশি দামে সার বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ মার্চ, ২০২২