সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দন্ডপ্রাপ্ত ২ আসামীসহ গ্রেফতার ৩ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
শনিবার (২৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিনুল হক এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(তদন্ত) ও পুলিশ পরিদর্শক(অপারেশন) দ্বয়ের দিক নিদের্শনায় মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সহায়তায় সদর মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে তিন বছর সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত আসামী ১. দেলোয়ার আলী, পিতা-মৃত আছদ্দর আলী, সাং-পূর্ব কাজিরগাঁও এবং দুই বছর সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ২. সত্য রঞ্জন সেন, পিতা-মৃত চিত্ত রঞ্জন সেন, সাং-আথানগিরি, থানা ও জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার সহ সর্বমোট ৩ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।
তাছাড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আইন শৃংখলা নিয়ন্ত্রনের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারা মোতাবেক আসামী ৩. মোঃ জুয়েল মিয়া, পিতা-মকুল মিয়া, সাং-সুজাপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াছিনুল হক বলেন গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান  থানা এলাকায় চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা”  বদ্ধপরিকর। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।