বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তফতার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যার পরে মাদক বেঁচা-কেনার গোপন সংবাদ পেয়ে বরিশাল জেলা গোয়ান্দা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুলের নেতৃত্বে উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ী রিপন মীর এর কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রিপন মীর বেলুহার গ্রামের কাশেম মীরের ছেলে।
এ ঘটনায় রবিবার রাতেই জেলা গোয়ান্দা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রিপন মীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
সোমবার সকালে গ্রেফতারকৃত রিপন মীরকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২