মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে
তবু ও বেঁচে আছি
যেমন বেঁচে থাকে
সাহসী মানুষেরা-
আমার মত করে
তুমি ও যাবে লড়ে
মৃত্যুকে করে আলিঙ্গন
জাগবে জাগালেরা-
লুন্ঠিত মানবতা কাঁদে
সভ্যতার বিপর্যয়ে
কত ঘুমে আছে জাতী
কোনঠে বাহে বিবেকেরা?
কাল হতে মহাকাল
শোষকেরা বেশামাল
ইতিহাস স্বাক্ষী রয়
আঁধারের হবে শেষ
জনতার হবে জয়।