মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পাবনার আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন আজ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

পাবনার আটঘরিয়ায় দীর্ঘ ২০ বছর পরে সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের আটঘরিয়া উপজেলা নতুন কমিটি গঠন করা হচ্ছে। রোববার (২৭ ফেব্রæয়ারি) দুপুর ২টায় উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে।

জানা যায়, সম্মেলনে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে তাঁদের প্রার্থীতা প্রকাশ করে ব্যানার ও পোস্টারে ছেয়ে দিয়েছেন উপজেলার সদর আটঘরিয়া, দেবোত্তর বাজারসহ বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ স্থান। সম্মেলনে আগত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে দ্বিতীয় অধিবেশন শুরু করা হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। সম্মেলনের উদ্বোধন করবেন, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল।

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে আটঘরিয়া উপজেলা বাংলাদেশ ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন পান্না ও মোঃ শরিফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।