নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়িতে এ চুরি সংঘটিত হয়েছে।
জানা যায়, শনিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে সবাই প্রতিদিনের মতো ঘুমিয়ে যায়। রাতের কোনো একসময় গোয়াল ঘরের দরজার বালা কেঁটে ও বেড়া ভেঙে চোরে চুরি করে নিয়ে যায় ১ টি গরু। মাঝ রাতে ঘর থেকে বাহিরে বাহির হলে, গোয়াল ঘরে গিয়ে গরু না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। গরুর কোন খোঁজ না পাওয়ায় হতাশ গরীব কৃষক সিদ্দিকুর রহমান সহ তার পরিবারের লোকজন। গরুর আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা বলে জানিয়েছেন সিদ্দিকুর রহমান। তিনি আরো বলেন, ওনার গাই গরুটি ৩ মাসের ভরন রয়েছে, গরুর গায়ের রং সাদা কালো চকরা ও মাথায় সাদা রয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর ইসলাম জানান এখন পযন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন