শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যশোর জেলায় একদিনে আক্রান্ত ৪৪: অভয়নগরে ৩০: মোট আক্রান্ত ৫শ’ ছাড়িয়েছে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২০

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশ’ ছাড়িয়েছে। ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের নমুনা পজেটিভ এসেছে। যার মধ্যে ৪ জন ফলোআপ রোগী। অর্থাৎ, নতুন আক্রান্তের সংখ্যা ৪৪ জন। শনিবার সকালে যবিপ্রবি থেকে এই ফলাফল পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে, সদর উপজেলার রয়েছেন ৬জন, কেশবপুর উপজেলার রয়েছেন ১জন, ঝিকরগাছা উপজেলার রয়েছেন ৩ জন, শার্শা উপজেলার রয়েছেন ৬জন, বাঘারপাড়া উপজেলার রয়েছেন ২জন এবং অভয়নগর উপজেলার রয়েছেন ৩০ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১০ জন।

 

সুস্থ হয়েছেন ১৫৫ জন। মারা গেছেন ৮ জন। যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শুক্রবার দুই জেলার মোট ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভ এবং ১২৯ জনের করোনা নেগেটিভ ফলাফল এসেছে। যার মধ্যে, যশোরের ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জন এবং সাতক্ষীরার ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।

 

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪৮টি নমুনার পজেটিভ রেজাল্ট এসেছে। যার মধ্যে ৪ জন ফলোআপ রোগী এবং নতুন পজিটিভ সংখ্যা ৪৪ জন। নতুন শনাক্ত হওয়া রোগীদের ঠিকানা নিশ্চিত হয়ে তা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এরপর সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউনসহ অন্যান্য কাজ করবে স্থানীয় কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।