মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোরে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশ’ ছাড়িয়েছে। ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের নমুনা পজেটিভ এসেছে। যার মধ্যে ৪ জন ফলোআপ রোগী। অর্থাৎ, নতুন আক্রান্তের সংখ্যা ৪৪ জন। শনিবার সকালে যবিপ্রবি থেকে এই ফলাফল পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে, সদর উপজেলার রয়েছেন ৬জন, কেশবপুর উপজেলার রয়েছেন ১জন, ঝিকরগাছা উপজেলার রয়েছেন ৩ জন, শার্শা উপজেলার রয়েছেন ৬জন, বাঘারপাড়া উপজেলার রয়েছেন ২জন এবং অভয়নগর উপজেলার রয়েছেন ৩০ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১০ জন।
সুস্থ হয়েছেন ১৫৫ জন। মারা গেছেন ৮ জন। যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শুক্রবার দুই জেলার মোট ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভ এবং ১২৯ জনের করোনা নেগেটিভ ফলাফল এসেছে। যার মধ্যে, যশোরের ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জন এবং সাতক্ষীরার ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪৮টি নমুনার পজেটিভ রেজাল্ট এসেছে। যার মধ্যে ৪ জন ফলোআপ রোগী এবং নতুন পজিটিভ সংখ্যা ৪৪ জন। নতুন শনাক্ত হওয়া রোগীদের ঠিকানা নিশ্চিত হয়ে তা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এরপর সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউনসহ অন্যান্য কাজ করবে স্থানীয় কর্তৃপক্ষ