মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরের বাঘারপাড়ায় ছুরিকাঘাতে এক মাইক্রোচালক খুন হয়েছে। স্ত্রীকে ইভটিজিং করায় স্বামীর হাতে খুন হয় সে। ঘটনাটি ঘটেছে আজ রোববার বেলা ১ টা ৪০ মিনিটের সময় বাঘারপাড়া হাসপাতাল গেটের সামনে। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামীকে অাটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, আজ রোববার বেলা ১ টা ৪০ মিনিটের সময় যশোর কতোয়ালী থানার মোল্যা পাড়ার মাহফুজুর রহমানের ছেলে বরকত (৩০) তার স্ত্রীকে সাথে নিয়ে বাঘারপাড়া হাসপাতাল গেট সংলগ্ন মাইক্রোস্ট্যান্ডের পাশ দিয়ে যাচ্ছিলেন।
এ সময় বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রামের মনিরুল ইসলামের ছেলে বাঘারপাড়া পৌর মাইক্রোস্ট্যান্ড সেক্রেটারী মো: রিপন (৩০) ) সহ অজ্ঞাতনামা ২/৩ জন ড্রাইভার তার স্ত্রীকে টিজ করে। বরকত তাদের কর্মকান্ডে রাগান্নিত হয়ে রিপনের বুকে ছুরি দিয়ে আঘাত করে। ফলে রিপন গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধারপূর্বক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।