পাবনার ঈশ্বরদী উপজেলার নর্থবেঙ্গল পেপার মিলস্ হাই স্কুলে মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, বাল্যবিবাহ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন এবং দেশপ্রেমে জাগ্রত হতে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিত্যানন্দ সূত্রধর, লাল সবুজ উন্নয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মিলন আলী, সাংগঠনিক সম্পাদক সম্পাদক প্রসেনজিৎ রায়, সদস্য জাহিদ, উজ্জল ও তুষার।
পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
#চলনবিলের আলো / আপন