নাটোরের বড়াইগ্রামে ৩০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বাগবাচ্চা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অধিদপ্তরের জেলা উপপরিদর্শক মতিয়ার রহমান বাদী হয়ে এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার নারীর নাম মার্গারেট কোড়াইয়া হিমানী (৪০)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বাগবাচ্চা গ্রামের মৃত এডওয়ার্ড কোড়াইয়ার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিদর্শক মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চামটা বাগবাচ্চা গ্রামের মার্গারেট কোড়াইয়া হিমানী বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শয়ন ঘর থেকে ৩০ লিটার চোলাই মদ ও ৬০০ লিটার মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় মার্গারেট কোড়াইয়া হিমানীকে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
#চলনবিলের আলো / আপন