বাংলা ভাষা মোদের ভালবাসা
এই ভাষায় কবির মনে আশা ,
কবিতা হবে ছন্দে অন্দে
বাংলার মানুষের মনের আনন্দে।
তুমি আমি মিলে
বাংলায় গাইবো গান,
গান শুনে মন যুড়াইবে
আকাশের ঐ পরী ।
বাংলা ভাষা মধুর লাগে
বলছে ভারতের দাদারা
সেতো আমি বাঙ্গালী
বাংলা ভাষা কবিতা গল্প লেখি।
#চলনবিলের আলো / আপন