চলনবিল অঞ্চলের বিভিন্ন উপজলার স্থানীয় সমস্যা চিহ্নিতকরন এবং আন্দোলনের কৌশল নির্ধারন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা আরডিও পলিটেকনিক ইন্সটিটিউট এ দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এজেডএম আশরাফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর প্রতিষ্ঠাতা ও জাতিসংঘ গবেষনা ও উন্নয়ন বিভাগের প্রধান ড.নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারন সম্পাদক শরীফ জামিল, জাতীয় নদী কমিশনের ওয়াটার রিসোর্স ও পাউবোর সাবেক চীফ সাজেদুর রহমান সরকার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান। এছাড়া আরো বক্তব্য দেন, বড়াইগ্রামের ডিএম আলম, চাটমোহরের হেলালুর রহমান জুয়েল ও কে,এম বেলাল হোসেন স্বপন, গুরুদাসপুরের মজনুর রহমান মজনু ও এমদাদুল হক মোল্লা, চারঘাটের মতিউর রহমান তপন, বাঘার ফরজ আলী ও সাইফুল ইসলাম বাদশা, তাড়াশের আব্দুর রাজ্জাক রাজু, পুঠিয়ার আব্দুল করিম, বাগাতিপাড়ার মোঃ আব্দুল হাদি, ফরিদপুরের আব্দুল হাই, ভাঙ্গুড়ার বিকাশ চন্দ্র, সিংড়ার ডেইজি আহমেদ, রায়গঞ্জের দীপক কর, পাবনার আব্দুল হামিদ খান, নাটোরের শিবলী সাদিক প্রমুখ। সভায় চলনবিলাঞ্চের ১১টি উপজেলার প্রতিনিধি অংশ নেন।

মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
চলনবিলাঞ্চের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরন সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২