পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়ীয়া – জুমাইখিরী গোরস্থান হতে চাঁরালিয়া বিলের হাতেম আলির জমি পর্যন্ত আত্রাই নদীর পূনঃখনন উদ্ভোধন করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ ঘটিকায় একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার আত্রাই নদীর পূনঃখনন উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পাবনার মেসার্স আর ট্রেডিং এর ঠিকানার রবিউল ইসলাম, সহকারী ঠিকাদার আলাউদ্দিন দুলাল, গভীর নলকূপের ম্যানেজার ও সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান খান, কৃষক ছায়েম উদ্দিন, রাজা মিয়া, আবু হানিফ, আবু বক ও এলাকার সুধিজন। গভীর নলকূপের ম্যানেজার আক্তারুজ্জামান খান জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ( পানাসি) প্রকল্পের আওতায় উক্ত পূনঃখননের কজ করা হবে। এতে প্রায় দেড় হাজার হেক্টর জমির নিষ্কাশনের সুবিধা পাবে। কৃষক ছায়েম উদ্দিন জানান অত্র এলাকার ঠং চাঁরালিয়া, চাঁরালিয়া, আবাদ গাড়ি, চৌবাড়িয়া, চন্ডিপাশা, কানাবিল, দাইগাড়ি সহ প্রায় দেড়হাজার হেক্টর জমির মালিকরা সুবিধা পাবে।রবি ফসলের ব্যাপক চাষাবাদ বেড়ে যাবে। চেয়ারম্যান আলাল সরদার বলেন আত্রাই নদী পূনঃখনন সম্পূর্ণ হলে অত্র এলাকার কৃষকগন রবি ফসলের ব্যাপক চাষাবাদের সুবিধা পাবে।
#চলনবিলের আলো / আপন