পাবনার চাটমোহরে দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” এ শ্লোগানে শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাটমোহর পাবনার আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী এ মেলায় উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, চাটমোহর উজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাইদ। রবিবার বিকেলে এ মেলা শেষ হবে।
#চলনবিলের আলো / আপন