মহাসড়কে দুর্ঘটনা রোধ, শৃঙ্খলা রক্ষা, ছিনতাই,চাঁদাবাজি,মাদক অভিযান সহ অযান্ত্রিক যানবাহন, থ্রি হুইলার বন্ধে নিয়মিত প্রচারণায় নেমেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। হাইওয়ে থানার পিকআপ ভ্যানে মাইক সাটিয়ে ওসি লুৎফুর রহমানসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে প্রচারাভিযান অব্যাহত রেখেছেন। মহাসড়কে থ্রি হুইলার পরিহার করুন,নিরাপদে বাড়ি ফিরুন- এমন শ্লোগানে প্রায়ই মাইকিং করছেন তিনি। সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে থানার আওতায় সিরাজগঞ্জ রোড গোল চত্বর হতে ঢাকা-বগুড়া রোড,হাটিকুমরুল-বনপাড়া রোড ও পাবনা- বগুড়া রোডের প্রায় ১১০ কি:মি: মহাসড়ক রয়েছে। এ সব মহাসড়কের বাসস্ট্যান্ড ও গুরুত্বপুর্ণ স্থানগুলোতে অভিযান চালিয়ে সিএনজি,অটোবাইক, হাই স্পীডের যানবাহন,থ্রী হুইলারসহ অযান্ত্রিক যানবাহন আটক ও নিয়মিত মামলা অব্যাহত রেখেছেন। গণসচেতনতা ও প্রচারাভিযানের পাশাপাশি যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকল্পে ওসি লুৎফুর রহমান ইতিমধ্যেই পরিবহন মালিক, চালক, হেলপার ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।মহাসড়ক ব্যবহারে সব সময় সতর্ক থাকতে ও হাইওয়ে পুলিশের নির্দেশনা মানতেও অনুরোধ করে যাচ্ছেন ওসি লুৎফুর রহমান। শুধু তাই নয়,মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে থাকা অবৈধ সিএনজি চেইন মাস্টারদেরও এ সব গাড়ি না চালাতে নিরুৎসাহিত ও লিখিত নোটীশ দিয়ে অবহিত করেছেন।
আজ বৃহ:বার দুপুরে ওসি লুৎফুর রহমান বলেন, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে গাড়ির মালিক,চালক, হেলপার সহ সকলের সহযোগীতা কামনা করছি।মহাসড়কে দুর্ঘটনা রোধে দিন-রাত কঠোর ভাবে দায়িত্ব পালন করছে হাইওয়ে পুলিশ। তিনি আরও জানান,এ থানায় যোগদানের পর হতে অদ্যাবধি পর্যন্ত ৫ শতাধীক পরিবহনে বিভিন্ন অপরাধে মামলা দায়ের সহ বিভিন্ন গাড়িতে তল্লাশী চালিয়ে গাঁজা, ফেন্সিডিল উদ্ধার করেছি।
#চলনবিলের আলো / আপন