মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় দিবারাত্রি কাজ করছে হাইওয়ে ওসি লুৎফুর রহমান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২

মহাসড়কে দুর্ঘটনা রোধ, শৃঙ্খলা রক্ষা, ছিনতাই,চাঁদাবাজি,মাদক অভিযান সহ অযান্ত্রিক যানবাহন, থ্রি হুইলার বন্ধে নিয়মিত প্রচারণায় নেমেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। হাইওয়ে থানার পিকআপ ভ্যানে মাইক সাটিয়ে ওসি লুৎফুর রহমানসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে প্রচারাভিযান অব্যাহত রেখেছেন। মহাসড়কে থ্রি হুইলার পরিহার করুন,নিরাপদে বাড়ি ফিরুন- এমন শ্লোগানে প্রায়ই মাইকিং করছেন তিনি। সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে থানার আওতায় সিরাজগঞ্জ রোড গোল চত্বর হতে ঢাকা-বগুড়া রোড,হাটিকুমরুল-বনপাড়া রোড ও পাবনা- বগুড়া রোডের প্রায় ১১০ কি:মি: মহাসড়ক রয়েছে। এ সব মহাসড়কের বাসস্ট্যান্ড ও গুরুত্বপুর্ণ স্থানগুলোতে অভিযান চালিয়ে সিএনজি,অটোবাইক, হাই স্পীডের যানবাহন,থ্রী হুইলারসহ অযান্ত্রিক যানবাহন আটক ও নিয়মিত মামলা অব্যাহত রেখেছেন। গণসচেতনতা ও প্রচারাভিযানের পাশাপাশি যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকল্পে ওসি লুৎফুর রহমান ইতিমধ্যেই পরিবহন মালিক, চালক, হেলপার ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।মহাসড়ক ব্যবহারে সব সময় সতর্ক থাকতে ও হাইওয়ে পুলিশের নির্দেশনা মানতেও অনুরোধ করে যাচ্ছেন ওসি লুৎফুর রহমান। শুধু তাই নয়,মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে থাকা অবৈধ সিএনজি চেইন মাস্টারদেরও এ সব গাড়ি না চালাতে নিরুৎসাহিত ও লিখিত নোটীশ দিয়ে অবহিত করেছেন।

আজ বৃহ:বার দুপুরে ওসি লুৎফুর রহমান বলেন, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে গাড়ির মালিক,চালক, হেলপার সহ সকলের সহযোগীতা কামনা করছি।মহাসড়কে দুর্ঘটনা রোধে দিন-রাত কঠোর ভাবে দায়িত্ব পালন করছে হাইওয়ে পুলিশ। তিনি আরও জানান,এ থানায় যোগদানের পর হতে অদ্যাবধি পর্যন্ত ৫ শতাধীক পরিবহনে বিভিন্ন অপরাধে মামলা দায়ের সহ বিভিন্ন গাড়িতে তল্লাশী চালিয়ে গাঁজা, ফেন্সিডিল উদ্ধার করেছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।