সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বুধবার সকালে (১৬ই ফেব্রুয়ারী) খাষকাউলিয়া কে, আর পাইলট মডেল স্কুল মাঠে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার । বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগ মোঃ হযরত আলী মাষ্টার, সাবেক সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জান্নাতি খাতুন, বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা তামান্না খাতুন, কে, আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শফিউদ্দিন আহমেদ , চৌহালী থানার এস,আই মোঃ রতন- উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সকল কর্মকর্তা / কর্মচারী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন,মোঃ নুরল ইসলাম । অতিথি বৃন্দ প্রাণীসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৪০টি স্টল রয়েছে বলে আয়োজকরা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন