মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চৌহালীতে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা  প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  বুধবার সকালে  (১৬ই  ফেব্রুয়ারী) খাষকাউলিয়া কে, আর পাইলট মডেল স্কুল  মাঠে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মোছাঃ আফসানা ইয়াসমিন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার । বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,  সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগ মোঃ হযরত আলী মাষ্টার,  সাবেক সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জান্নাতি খাতুন, বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা  তামান্না খাতুন, কে, আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শফিউদ্দিন আহমেদ , চৌহালী থানার এস,আই  মোঃ রতন- উপজেলা প্রাণীসম্পদ  কার্যালয়ের সকল কর্মকর্তা / কর্মচারী  প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন,মোঃ নুরল ইসলাম । অতিথি বৃন্দ প্রাণীসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৪০টি স্টল রয়েছে বলে আয়োজকরা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।