নাটোরের গুরুদাসপুরে পঞ্চমধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী সাধারন ও সংরক্ষিত ইউপি সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তমাল হোসেন। এছাড়া উপজেলার নির্বাচিত ৬ জন চেয়ারম্যান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহন করেন। তাদের শপথ বাক্য পাঠ করান নাটোরের জেলা প্রশাসক মো. শামিম আহমেদ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারী গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী ৫৪ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহন করেন। তবে চাপিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে একজন সাধারণ সদস্য মৃত্যুবরন করায় তিনি ছাড়া সবাই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ইউপি সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিবৃন্দ।
এসময় গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান শেষে মশিন্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারন সদস্য জুলফিকার রহমান ভুট্টো প্রতিক্রিয়ায় জানান, ওয়ার্ডের সর্বসাধারণ যে আকাক্সখা নিয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি যেন তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারি।
#চলনবিলের আলো / আপন