নাটোরের সিংড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃণমুল নেতৃবৃন্দের সাথে নির্বাচিত সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সরাসরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে ১২ টি ইউনিয়নের ১০৪ টি ওয়ার্ডের আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্ রলীগ সহ সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের অংশ গ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিবুল ইসলাম শফিক প্রমুখ।
#চলনবিলের আলো / আপন