শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২০

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকান্ডে বসতঘরসহ ৭৬টি দোকানপাট পুড়ে ছাই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে (২৭ জুন, ২০২০) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ঘটনাস্থলে পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বৌদ্ধের সবোর্চ্চ গুরু ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জীবতবন বিহারে অধ্যক্ষ উ: উইচারিন্দা মহাথেরো, বান্দরবান পৌর মেয়র মো: ইসলাম বেবী,জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানে চহ্লামং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রু মারমা,উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান,রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা,পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম,রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সিক্রেটারী অমল দাশ প্রমুখ।

 

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের মাঝে ৩ বাণ্ডিল ঢেউটিন ও নগদ অর্থ সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এছাড়া আরো ঢেউটিন ও নগদ অর্থসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন রোয়াংছড়ি উপজেলা পরিষদ,বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটি ও চেম্বার অব কমার্স এর পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রসংগত,গতকাল শুক্রবার (২৬ জুন ২০২০) গভ বসতঘড়সহ ৭৬টি দোকানপাট আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়েছে। বসতবাড়ি ও দোকানের আংশিক আগুনে পুড়ে গেছে। গতকাল রাতে রোয়াংছড়ি বাজারে আনুমানিক রাত সাড়ে ১২টায় দিকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে জমিন্দ্র তঞ্চঙ্গ্যাসহ ৩ জন আহত হয়েছে। আহতের ৩জনের মধ্যে ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজন রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থা রয়েছে।

 

স্থানীয়রা জানান, রোয়াংছড়ি বাজারে ফার্ম মুরগি ব্যবসায়ী মো: দেলোয়ার দোকান থেকে বৈদ্যুতিক শর্টশার্কিতে মাধ্যমে অগ্নিসূত্রপাট ঘটেছে। অগ্লিকাণ্ডের ঘটনা জানার সাথে সাথে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মংশৈনু মারমা এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সকল সদস্য,রোয়াংছড়ি আর্মি ক্যাম্পে সেনা সদস্য,পুলিশ ও স্থানীয়রা প্রায় এক ঘন্টার আগুন নিবানোর পর নিয়ন্ত্রণে আনেন। তবে এ প্রতিবেদন লেখার পর্যন্ত ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা হয়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।