রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগির মৃত্যু হয়েছে।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে শনিবার সকালে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দশটার দিকে করোনা ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় উজিরপুর উপজেলার ইউনুস হাওলাদার (৫০) ও এরআগে রাত সোয়া নয়টার দিকে নগরীর রূপাতলী এলাকার ফরিদা বেগম (৪৫) মৃত্যুবরণ করেছেন। মৃত দুই জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, এনিয়ে করোনার বর্তমান পরিস্থিতে শেবাচিম হাসপাতালে ৮৬ জন রোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে ৩৬ জন করোনা পজেটিভ ছিলেন। সূত্রমতে, জেলায় নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭৮ জন।