সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সড়কের ওপর বিদ্যুতের খুঁটি রেখেই কার্পেটিং

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

টাঙ্গাইলের ভ‚ঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ওপর বিদ্যুতের খুঁটি রেখেই কার্পেটিং করে সড়কের কাজ শেষ করা হয়েছে। খুঁটিগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত কুয়াশায় খুঁটিগুলোর সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছে। তবে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ বলছে, বিদ্যুতের খুঁটি সড়ক থেকে সরাতে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিল পরিশোধ করা হয়েছে।

এছাড়া ভ‚ঞাপুর বাসস্ট্যান্ড থেকে পৌরসভা পর্যন্ত সড়কের ওপরও খুঁটি রয়েছে। দুর্ঘটনা এড়াতে খুঁটিগুলোতে লাল কাপড় বেঁধে রেখেছে স্থানীয়রা। এছাড়া প্রায় ২৯ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি রয়েছে, যা সড়ক থেকে অপসারণ করা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, ভ‚ঞাপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক বর্ধিতকরণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সড়কটির বর্ধিতকরণ কাজে সরানো হয়নি বিদ্যুতের খুঁটিগুলো। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের মাঝখানে খুঁটি রেখেই কার্পেটিংয়ের কাজ শেষ করেছে। এতে ভ‚ঞাপুর উপজেলার ধুবলিয়া মোড় থেকে বেতুয়া পলশিয়া পর্যন্ত সড়কের কয়েক স্থানে বিদ্যুতের খুঁটি রয়েছে সড়কের ওপর।

জানা গেছে, ভ‚ঞাপুর-তারাকান্দি সড়ক বর্ধিতকরণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। প্রায় ২৯ কিলোমিটার সড়কের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের কাছ থেকে সড়ক সম্প্রসারণের কাজ কিনে নিয়ে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছে টাঙ্গাইলের দুজন এবং জামালপুরের একজন ঠিকাদার।

এ কাজের প্রথম থেকেই সড়ক সম্প্রসারণকাজ নিম্নমানের বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সড়কের পাশ দিয়ে থাকা পল্লী বিদ্যুৎ ও পিডিবির খুঁটিগুলো না সরিয়ে সড়ক সম্প্রসারণের কাজ করছে সওজ বিভাগ। এতে ঝুঁকি নিয়ে সড়কে যানবাহন চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘন কুয়াশার কারণে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ। উপজেলার বেতুয়া থেকে তারাকান্দি পর্যন্ত সড়কের শতাধিক এমন বিদ্যুতের খুঁটি রয়েছে সড়কের ওপর। সড়কের কাজ শেষ হলেও সরানো হয়নি এসব খুঁটি।

ভ‚ঞাপুর-তারাকান্দি সড়কে কাজ করা সাব-ঠিকাদার সুমন ও জনি জানান, বিদ্যুতের খুঁটিগুলো সরাতে সংশ্লিষ্ট কর্তৃপ¶কে বিল পরিশোধ করেছে সওজ। তাদের বারবার খুঁটি সরাতে তাগাদা দেওয়া হচ্ছে, তারপরও বিদ্যুৎ অফিস কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে বাধ্য হয়েই সড়কের ওপর খুঁটি রেখে কাজ শেষ করতে হয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভ‚ঞাপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সড়কের ওপর খুঁটিগুলো খুব দ্রুতই সরানোর উদ্যোগ নেওয়া হবে। এটি নিয়ে আলোচনা হয়েছে।

তবে ভ‚ঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ (পিডিবি) বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, খুঁটিগুলো অপসারণ করে কোথায় স্থাপন করা হবে, সেই জায়গা নির্ধারণ করে দিতে হবে সওজ কর্তৃপক্ষকে। কারণ, ব্যক্তিমালিকানাধীন জায়গায় বিদ্যুতের খুঁটি স্থাপন করা যাবে না। সওজের জায়গাতেই খুঁটি স্থাপন করতে হবে। এ কারণে খুঁটি অপসারণ সম্ভব হচ্ছে না। এ ছাড়া পল্লী বিদ্যুতের খুঁটি ওই কর্তৃপক্ষই অপসারণ করবে, পিডিবি নয়। দুটি আলাদা প্রতিষ্ঠান।

টাঙ্গাইল সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন বলেন, সড়ক সম্প্রসারণের আগেই পিডিবিকে বিদ্যুতের খুঁটি অপাসরণের জন্য লিখিতভাবে জানানো হয়েছিল। পরবর্তীতে পিডিবি কর্তৃপক্ষ সার্ভে করে খুঁটি অপসারণের জন্য যে টাকা চেয়েছিল, তা পরিশোধ করা হয়েছে। কিন্তু এর মধ্যে কিছু এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি রয়েছে, যেগুলো অপসারণ করা হচ্ছে না। বিষয়টি পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু পিডিবিকে টাকা দেওয়া হয়েছে, সেহেতু তারাই পল্লী বিদ্যুতের সঙ্গে সমন্বয় করে খুঁটি অপসারণের কাজ করবে। সম্প্রতি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সড়ক থেকে খুঁটি সরাতে আলাদা টাকা দাবি করেছে। সড়কের ওপর খুঁটি থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।