পাবনার চাটমোহরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
শনিবার (১২ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১২:৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেনের নির্দেশে থানার এসআই সুব্রত ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা ঢাকাইয়া পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন সবুজ (৩১) কে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন জানান, মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং- ১২, তারিখ ১৩ ফেব্রুয়ারি। আসামিকে পাবনা জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
চাটমোহরে ৪০০ পিচ ইয়াবাসহ বিক্রেতা আটক
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২