মাননীয় প্রধানমন্ত্রীর এই শ্লোগানকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অঙ্গিকারবদ্ধ!
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব নেবার পর প্রথম নতুন কাঁচা রাস্তা কাজ নির্মিত করছেন শওকাত ওসমান। চরপাড়া মোকছেদের বাড়ী হতে শফি মাষ্টারের বাড়ী হয়ে জাবেদ প্রামানিকের বাড়ী পর্যন্ত প্রায় ০১ কিঃমিঃ কাচা রাস্তার কাজ শেষ করেছেন। সব চেয়ে বেশি সলপ ইউনিয়নের মধ্যে অতি দরিদ্র পরিবারগুলো এই গ্রামে বসবাস করেন। ৯০% জনগণ দিনমজুর ও ভ্যান চালক। বিগত সময় এবং বর্তমান সময়ে বেশি বেশি নজরদারি ও সেবামূলক কার্যক্রম গ্রামটির প্রতি দৃষ্টি রাখবার চেষ্টা করছেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। কাচা রাস্তার কাজ শেষে শুক্রবার বেলা ১২টায় পরিদর্শন করেন।
এদিকে সলপ ইউনিয়ন পরিষদ কর্তৃক ২য় রাস্তা বিকাল সাড়ে ৪টায় পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান। গোবিন্দপুর দইভাঙ্গা মসজিদ সংলগ্ন হতে কর্ণেল মেম্বারের বাড়ি হয়ে পাঁকা রাস্তা পর্যন্ত মাটির রাস্তা নির্মিত হচ্ছে বলে জানা যায়।
#চলনবিলের আলো / আপন