যশোরের অভয়নগরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) এর অভিযানে অনশুটার গান পিস্তলসহ বিল্লাল শেখ (৪০) নামে এক সন্ত্রাসী আটক হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে অভয়নগর উপজেলার ১নম্বর প্রেমবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমানের রাইস মিলের সামনে অভিযান চালিয়ে যশোর র্যাব-৬ এর সদস্যরা পিস্তল-গুলিসহ তাকে আটক করেন। আটক বিল্লাল হোসেন অভয়নগর উপজেলা পাচুরিয়া গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লেঃ কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটক বিল্লাল হোসেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিল্লাল হোসেন একটি পিস্তল নিয়ে যশোর-খুলনা মহাসড়কের এক নম্বর প্রেমবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিজানের রাইস মিলের সামনে অবস্থান করছে। রাত আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার প্যান্টের পকেটে তল্লাশি করে একটি পিস্তল জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন