শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাঙামাটিতে কুচিয়া চাষীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২০

নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি :

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট নদী উপকেন্দ্র রাঙামাটি আয়োজিত পার্বত্য অঞ্চলে কুচিয়ার চাষ ও সম্ভবনা শীর্ষক ২ দিন ব্যাপী পার্বত্য এলাকার কুচিয়া চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠীত হয়।কুচিয়া চাষীদের নিয়ে প্রশিক্ষণ শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র ত্রিপিটক পাঠ করা হয়।

গত ২৪-২৫ জুন পার্বত্য এলাকার কুচিয়া চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি বিএফআরআই নদী উপকেন্দ্র সম্মেলন কক্ষে বৈশি^ক মহামারী করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব মেনে এ প্রশিক্ষণের অনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।

২ দিনব্যাপী কুচিয়া চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি বিস্তারিত বিষয় সমুহের মধ্যে নিবন্ধিকরণ ও উদ্ধোধনী অনুষ্ঠান, কুচিয়া চাষের সম্ভাবনা : প্রেক্ষিত বাংলাদেশ, কুচিয়া চাষ পদ্ধতি, একুয়াকালচার পদ্ধতিতে কুচিয়ার পোনা মজুদ ও মজুদ পরবর্তী ব্যবস্থাপনা, প্রাকৃতিক জলজসম্পদ ব্যবস্থাপনা পদ্ধতিতে কুচিয়া চাষ, কুচিয়ার খাদ্য ব্যবস্থাপনা, পূর্ব পাঠ আলোচনা, বাংলাদেশে কুচিয়ার প্রাকৃতিক প্রজনন, কুচিয়া মাছের প্রাকৃতিক প্রজননের জন্য স্থান নির্বাচন, কুচিয়ার স্ত্রী-পুরুষ সনাক্তকরণ, কুচিয়ার প্রজনন ও খাদ্য ব্যবস্থাপনা, ব্যবহারিক, সনদপত্র বিতরণ ও সমাপনী।
পার্বত্য অঞ্চলে কুচিয়ার চাষ ও সম্ভাবনা শীর্ষক ২ দিনব্যাপী পার্বত্য এলাকার কুচিয়া চাষীদের নিয়ে প্রশিক্ষণ কোর্সের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন রাঙামাটি নদী উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী।

কোর্স সমš^য়কারীর দায়িত্ব পালন করেন রাঙামাটি নদী উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বি,এম, শাহিনুর রহমান।
রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৫ জন কুচিয়া চাষী অংশ গ্রহন করেন। ২ দিনব্যাপী কুচিয়া চাষীদের প্রশিক্ষণ দেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাঙামাটি নদী উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বি,এম, শাহিনুর রহমান ও বৈজ্ঞানিক কর্মকর্তা রাবিনা আক্তার লিমা।

২ দিনব্যাপী পার্বত্য এলাকার কুচিয়া চাষীদের প্রশিক্ষণে টেকনিক্যাল টিমের সার্বিক সহযোগিতা করেন মো. লিংকন।এসময় স্থানীয় সাংবাদিকসহ রাঙামাটি নদী উপকেন্দ্রের ক্ষেত্র সহকারী আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন । ২ দিনব্যাপী কুচিয়া চাষীদের নিয়ে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রশিক্ষণ কোর্সের পরিচালক দায়িত্ব পালনকারী রাঙামাটি নদী উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।