করোনার প্রভাবে বিপর্যস্ত জনজীবন । শুভ্রা (কাল্পনিক নাম) নামক বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটি এখন ছোট-খাটো বিষয় নিয়েই পরিবারের সদস্যদের সাথে রাগারাগি করে । যেমন: তাকে সকালে ঘুম থেকে ডাকলে, খাবার পছন্দ না হলে, বিদ্যুৎ চলে গেলে, ফোনের চার্জ শেষ হয়ে গেলে বা চার্জ হতে দেরি হলে, কোথাও উচ্চস্বরে গান বাজলে ইত্যাদি ইত্যাদি । সত্য কথা বলতে শুভ্রা মোটেও এমন স্বভাবের মেয়ে নয় । কিন্তু চলমান পরিস্থিতির প্রভাবে তার আচরণের ব্যাপক পরিবর্তন ঘটেছে । তার বাবা বিষয়টি বুঝতে পেরে মেয়েকে অনলাইনে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার ব্যবস্থা করে দিলেন । সেবাদানকারি সংগঠনের এক বিশিষ্ট consultant psychologist শুভাকে counsel দেওয়ার সময় বললে , আপনি রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কয়েকটি কৌশল অবলম্বন করতে পারেন , তাহলেই আশা করা যাই আপনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন ।











প্রয়োজনে মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রফেশনালের সাহায্য গ্রহণ করুন।
বেশ কিছুদিন কৌশলেগুলো অবলম্বন করে শুভ্রা আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে এখন সে অনেক আনন্দিত।
লেখকঃ
মো: আব্দুল লতিব সম্রাট
বি.এস.সি. (অনার্স) , এম.এস
মনোবিজ্ঞান বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
#চলনবিলের আলো / আপন