সৌদি আরবের সামরিক বাহিনী প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ড্রোন উড়িয়ে দিলে সেটির ধ্বংসাবশেষ পড়ে ১২ বেসামরিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বাংলাদেশিও রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা চালায় বলে জানিয়েছে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি।
আহত অন্যদের মধ্যে এক ভারতীয়, তিন নেপালি, এক ফিলিপিনো, এক শ্রীলংকান ও দুই সৌদি নাগরিক। তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
আরব নিউজ ও এএফপি জানায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে একটি আন্তঃসীমান্ত হামলা নস্যাৎ করে দিয়েছে সৌদি বিমান বাহিনী। সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়ে ইরান-সমর্থিত হুতিরা প্রাণঘাতী ড্রোন উৎক্ষেপণ করেছে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, বিমানবন্দর ব্যবহারকারী বেসামরিক মানুষ এবং বিমানবন্দরের কর্মীরাই ছিল হুতি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু।ড্রোনটি ধ্বংস করে দেওয়া হলে সেটির খণ্ডাংশ টুকরো টুকরো হয়ে বিমানবন্দরে পড়ে। এতে ১২ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৪ জন বাংলাদেশি ছাড়াও তিনজন নেপালি, দুজন সৌদি এবং ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন। তাদের কারও নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।
রয়টার্স জানিয়েছে, হামলার পর সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরটি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
উল্লেখ্য, হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে তাড়িয়ে দেওয়ার পর সরকারকে পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
#চলনবিলের আলো / আপন