সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালত বেনাপোলগামী দুটি বাসে অভিযান ৬ মণ জাটকা জব্দ ; ত্রিশ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২

ঝালকাঠিতে বেনাপোলগামী দুটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬মন ঝাটকা ইলিশ জব্দ ও পরিবহনের ৬ কর্মচারীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত । জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্দোগে মঙ্গলবার মধ্যরাতে শহরের কৃষ্ণকাঠি পেট্রলপাম্প মোড়ে এঅভিযান পরিচালিত হয়েছে। এনডিসি গাজী বশির ও মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ‘গত নভেম্বর থেকে জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বেচা-কেনার উপর সরকারী নিষেধাজ্ঞা রয়েছে। একটি চক্র এ বিধি-নিষেধ অমান্য করে জাটকা শিকার ও বাজারজাত অব্যহত রাখছিল। মঙ্গলবার রাতে কুয়াকাটা থেকে বেনাপোল রুটে চলাচলকারী সেভেনষ্টার পরিবহন ও ডলফিন পরিবহনের বিপুল পরিমান জাটকা পরিবহনের গোপন সংবাদ আসে । একারনে পূর্ব থেকেই পেট্রলপাম্প মোড়ে অবস্থান নিয়ে যাত্রীবাহী ঐ বাস দুটিতে তল্লাশী করে ৬টি পেটিতে বহনকৃত জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকাগুলো রাতেই ঝালকাঠি নেছারাবাদ এতিমখানা, সরকারি শিশু সদন ও কাঠপট্টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।’ জানাগেছে, সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর বন্দরের বিভিন্ন আড়দারদের একটি সিন্ডিকেট বিপুল পরিমান জাটকা ইলিশ যশোরের বেনাপোল হয়ে ভারতের বাজারে পাচার করে থাকে। সিন্ডিকেটের এ অপতৎপরতা রোধে সরকারের বেধে দেয়া ৮মাস সময় অনুযায়ী আগামী জুন মাস পর্যন্ত নিয়মিত এধরনের অভিযান অব্যহত রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে এই ৬ মণ জাটকা ইলিশ জব্দ ও পরিবহনের দায়ে ৬জনকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।