পাবনার আটঘরিয়া উপজেলাধীন নবনির্বাচিত ৫টি ইউনিয়ন পরিষদের সাধারন ও সংরক্ষিত সদস্যগনের শপথ গ্রহন অনুষ্ঠান ৮ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।
আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম।
আটঘরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুস সামাদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নবনির্বাচিত দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার, মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ খান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য আমির আলী, সংরক্ষিত আসনের সদস্য তারাভানু প্রমূখ।
৫টি ইউনিয়নের নবনির্বাচিত ৬০জন ইউপি জনপ্রতিনিধিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু এসময় তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
#চলনবিলের আলো / আপন