উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নের ত্রি-মোহনী ব্রীজ এবং বাংলাপাড়া হতে উধুনিয়া পর্যন্ত রাস্তার নির্মাণের কাজ পরিদর্শন করেছেন ৬৫ সিরাজগঞ্জ, ৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এম, পি।
শনিবার (৫ ফেব্রুয়ারী ) বিকেল ৪ ঘটিকায় ত্রি-মোহনী ব্রীজ এবং বাংলা পাড়া হতে উধুনিয়া পর্যন্ত রাস্তার পাকা করনের কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি কাজের অগ্রগতি ও প্রকল্পের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এ সড়কের কারণে উল্লাপাড়া উপজেলার পশ্চিম অঞ্চলের মানুষের ভোগান্তি পোহাবে এবং উন্নতি সাধিত হবে। একই সঙ্গে প্রকল্প এলাকায় আবাসনসহ আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন হবে ।
পরিদর্শনকালে ঠিকাদারী প্রতিষ্ঠান মুক্তা কনস্ট্রাকশন এর ইঞ্জিনিয়ার শাহি আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান পান্না, এম,পি মহোদয়ের একান্ত সচিব ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, জনাব এস এম জাহিদুজ্জামান কাকন-সাবেক সদস্য, উপজেলা আওয়ামী লীগ উল্লাপাড়া, জনাব আল মাহমুদ সরকার -সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ,জনাব মোঃ হুমায়ুন কবির লিটন, চেয়ারম্যান বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ ও সভাপতি বড়পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব মোঃ আবুল কালাম আজাদ মক্কা -চেয়ারম্যান ৫নং মোহনপুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব মোঃ রেজাউল করিম বাচ্চু,চেয়ারম্যান উধুনিয়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব মোঃ আ: জলিল -সাবেক চেয়ারম্যান উধুনিয়া ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সহ সভাপতি উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ
মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এম পি মহোদয়ের কাছে পশ্চিম অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিলো এই ব্রিজ এবং রাস্তাটি।
উপস্থিত এলাকা বাসি জানান, বিগত পঞ্চাশ বছরেও নির্মিত হয় নি এই ব্রিজ এবং রাস্তার কাজ। ভোটের আগে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্রিজ এবং রাস্তার কাজ করার কিন্তু আজ পর্যন্ত নির্মাণ করা হয়নি এই কাজ গুলো। তারা আরও বলে আমাদের বর্তমান এম,পি জনাব তানভীর ইমাম ভোটের আগে কথা দিয়েছেন এই কাজ গুলো করার – তিনি তার কথা রেখেছেন। নির্মাণ করছেন কাঙ্ক্ষিত ব্রিজ এবং রাস্তা।
বড়পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবির লিটন জানান,এই ব্রিজ এবং রাস্তার কাজ সম্পুর্ণ হলে তিনটি ইউনিয়নের সকল জনগণের শেষ হবে চলাচলের দুর্দশা।
#চলনবিলের আলো / আপন