আর কোনো লুকোচুরি নয়, ফারহান আখতারের বিয়ের খবর দিলেন বাবা জাভেদ আখতার। চলতি মাসের ২১ তারিখেই বিয়ের পর্ব সারতে চলেছেন ফারহান। পাত্রী তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড শিবানী দান্ডেকর।
খন্ডালাতে জাভেদ আখতারের পৈতৃক ভিটেতেই চারহাত এক হবে ফারহান-শিবানীর। বর্ষীয়ান এই গীতিকার জানান, একদম কাছের মানুষদের উপস্থিতিতে সাদামাটাভাবে হবে বিয়ের অনুষ্ঠান।
আগেই আভাস পাওয়া মিলেছিল এই শীতেই বিয়ের পর্ব মিটিয়ে ফেলবেন ফারহান ও তার লিভইন পার্টনার শিবানী, তবে কোনও আনুষ্ঠানিক বক্তব্য ছিল না।
অবশেষে হাটে হাঁড়ি ভাঙলেন অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহানের বাবা। করোনা আবহে সবরকম বিধিনিষেধ মেনেই হবে বিয়ে, আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। জাভেদ আখতার জানিয়েছেন এখনও নিমন্ত্রণ পর্ব শুরু হয়নি।
এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘হ্যাঁ, সত্যি বিয়েটা হচ্ছে। বিয়ের যাবতীয় প্রস্তুতি ওয়েডিং প্ল্যানারাই করছে’। জাভেদ আখতার আরো বলেন, ‘পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা খুব বিশাল আয়োজন করতে পারব না। তাই খুব হাতেগোনা মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সিম্পলভাবেই বিয়েটা হবে। এখনো আমন্ত্রণ পত্র কাউকে পাঠানো হয়নি’।
হবু বউমাকে নিয়ে মুখ খুললেন জাভেদ আখতার। শিবানী সম্পর্কে তিনি বলেন, ‘ও খুব ভালো মেয়ে। পরিবারের সবাই ওকে খুব পছন্দ করে’।
গত মাসেই ফারহানের ম্যাচিং পোশাকে একফ্রেমে বন্দি হয়েছিলেন দুজনে, অন্যদিকে গত বছর নিজের জন্মদিনে ফারহানের নাম নিজের ঘাড়ে ট্যাটু করান শিবানী। ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এই মুহূর্তে লিভইন সম্পর্কেই রয়েছেন তারা।
উল্লেখ্য, সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে এর আগে দম্পত্য সম্পর্কে ছিলেন ফারহান। ফারহান ও অধুনার দুই সন্তান রয়েছে। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দুই সন্তানের দেখভাল যদিও দুজনে মিলেই করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর আমেরিকান-ভারতীয় মডেল-সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান। সূত্র : হিন্দুস্থান টাইমস
#চলনবিলের আলো / আপন