চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর এলাকায় কনকনে শীতে গরীব দুস্থ অসহায় মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। মেডিক্যাল সার্ভিসের ডাইরেক্টর জেনারেল (ডিজি) পদ থেকে অবসরে যাওয়ার পর থেকে সাবেক এ সেনা কর্মকর্তা।
তার পৈত্রিক নিবাস চাটমোহর ও মাতুলালয় ভাঙ্গুড়া উপজেলার পাশাপাশি ফরিদপুর উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের সাথে মিশে খোজ খবর নিচ্ছেন এবং এই হাড় কাপানো শীতে দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ সহ সাধ্যমত গরীব দুঃখীদের পাশে দাড়াচ্ছেন। এ ছাড়াও তিনি রাতের আঁধারেও চাটমোহর উপজেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে শীত বস্ত্র বিতরণ করছেন।
শীত বস্ত্র প্রাপ্তদের অনেকে জানান, দেশের ছেলে চাকরী শেষে দেশে ফিরে আসায় আমরা আনন্দিত। এ কনকনে শীতে তার দেয়া শীত বস্ত্র আমাদের উপকারে আসবে।
অবঃ মেজর জেনারেল ফসিউর রহমানের সাথে আলাপচারিতায় জানা গেছে, “চাকুরী জীবনে আল্লাহর সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য কাজ করেছি। এখন অবসরে আছি। হাতে অনেক সময় পাচ্ছি। তাই আগামি দিন গুলোতে মানুষের জন্য আরো বেশি কাজ করতে চাই। মানুষের উপকারে আসতে পারাটাইতো মানব জীবনের স্বার্থকতা।”
সেনাবাহিনীর অবঃ মেজর জেনারেল ফসিউর রহমান জাতীয় শুদ্ধাচার পুরষ্কার, সেনা গৌরব ও সেনা পারদর্শিতা পদক প্রাপ্ত পাবনা-৩ এলাকার কৃতি সন্তান এবং বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য।

মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
কনকনে শীতে দুস্থ্যদের পাশে মেজর জেনারেল অবঃ ড. ফসিউর
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২