সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাগাতিপাড়ায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

নাটোরের বাগাতিপাড়ায় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের পারকুঠী ও চকগোয়াশ গ্রামে এসব কম্বল বিতরণ করা হয়। সামর্থ্যবানদের থেকে সংগ্রহ করে এবার ১৫০টি কম্বল বিতরণ করেন সেচ্ছাসেবক ও মানবাধিকার কর্মী তোসাদ্দেক সরকার তিতাস।

শোনা যায়, অসহায় মানুষদের পাশে সব সময় থাকতে দেখা যায় তিতাসকে। নিজের সামর্থ্য না থাকা সত্বেও পরিচিতজনদের থেকে বিভিন্ন সময় নানা সামগ্রী সংগ্রহ করে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে সমান ভাগে নিজের হাতে ভাগ করে দেন তিনি।

তোসাদ্দেক সরকার তিতাস জানান, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে আনন্দ ও প্রশান্তি খুজে পায়। তাই আমার নিজের সামর্থ্য না থাকা সত্তে¡ও এক দুইজন উদার ও মানবতাপ্রেমী মানুষের কাছ থেকে বিভিন্ন সময় কম্বল, শাড়ী, লুঙ্গী, লাচ্চা, চিনি ও কোরবানীর মাংসও সংগ্রহ করে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন। যারা এ কাজে তাকে সহযোগিতা করেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।