বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):
দীর্ঘদিন ধরে অভিযোগের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা রামগড়ের সোনাইপুলে অবস্থিত জেলা পরিষদ টোল কেন্দ্রে অবিনব কায়দায় অভিযান চালিয়েছে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম.বদরুদ্দোজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। সর্বশেষ ১০ই জুন খাগড়াছড়িতে মৌসুমি ফল পরিবহনের উপর পৌরসভা এবং জেলা পরিষদের অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে বাগান মালিকদের করা সংবাদ সম্মেলনের বিষয়টি সম্মুখে আসায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা নিজেই কৃষি পণ্যের গাড়ী পিকআপে চড়ে ঘটনাস্থলে যান এবং অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি প্রত্যক্ষ লক্ষ করেন।
পরবর্তীতে ঘটনাস্থলেই শুক্রবার (২৬ জুন) বিকেল বেলায় জেলা পরিষদ টোল আদায় কেন্দ্রের ঠিকাদার মেসার্স বেগম অটো রাইস মিলকে কৃষি পণ্য পরিবহন নিয়ন্ত্রণ আইনের ১৯৬৪ সনের ১২/২ এর ধারায় ৫০হাজার টাকা এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. বদোরুদ্দোজা জানান, বেশ কিছু দিন ধরে খাগড়াছড়ির শেষ সীমা রামগড়ের এই টোল কেন্দ্রে রশিদ ছাড়া অন্যায় ভাবে প্রভাব খাঁটিয়ে কৃষিপণ্যের উপর অতিরিক্ত টোল আদায় করে এই ধরনের অভিযোগ পেয়েছেন।কৃষকরা যেন ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত না হয় তাই নিজেই পণ্যবাহী গাড়িতে ছদ্মবেশে গিয়ে হাতেনাতে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি ধরেছি।পরবর্তীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।