চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে থেকে সাংবাদিক ফিরোজের টিভিএস মোটরসাইকেলটি চুরি হয়েছে।
সাংবাদিক ফিরোজ চাটমোহর রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক, সময় সংবাদ বিডির সম্পাদক ও প্রকাশক, দৈনিক মানবকন্ঠের চাটমোহর উপজেলা প্রতিনিধি।
সাংবাদিক ফিরোজ হৃদ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এসময় তার ছেলে মোটরসাইকেলটি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর রেখে দোতলায় যান। সাংবাদিক ফিরোজের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সকালে তার ছেলে নিচে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। এঘটনায় চাটমোহর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
#চলনবিলের আলো / আপন