পাবনার ভাঙ্গুড়ায় নদী থেকে এক অজ্ঞাত ব্যাক্তির বস্তাবন্দি মানুষের কঙ্কাল উদ্ধার করছে ভাঙ্গুড়া থানা পুলিশ। বুধবার (২ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কৈডাঙ্গা রেল বীজের নিচে গুমানি নদী থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে পানি কমে যাওয়ায় এলাকার জেলেরা ব্রীজের পাশে মাছ ধরার সময় পায়ে বস্তা আটকে গেলে মাছের আশায় বস্তা পানি থেকে উপরে নিয়ে আসে। এরপর বস্তা খুললে ভেতরে মানুষের কঙ্কাল দেখতে পায। পরে ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দিলে সেখান থেকে উদ্ধার করে থানা পুলিশ।
ভাঙ্গুড়া থানার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করে ফরেনসিকে পাঠানো হয়েছে।
#চলনবিলের আলো / আপন