রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
নাটোরের গুরুদাসপুরে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণকারী মেহেদী হাসানকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাব-৫। মামলার পরিপ্রেক্ষিতে  ২৪ ঘন্টার মধ্যে নাটোর জেলার সদর থানাধীন আহম্মেদপুর বাজার এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়।
জানা যায়, আসামী মেহেদী হাসান গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। সে গত ৩০ জানুয়ারি বৃ-চাপিলা গ্রামের নবম শ্রেণীর ছাত্রীকে জোড়পুর্বক বাঁশবাগানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় ওই স্কুলছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা গুরুদাসপুর থানায় বাদি হয়ে অভিযুক্ত মেহেদী হাসানের নামে মামলা দায়ের করেন। পরে সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই ধর্ষণকারীকে গ্রেফতার করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।