রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করেছে- প্রতিমন্ত্রী পলক

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করেছে। গ্রামে বসবাস করে শহরের সুবিধা ভোগ করছে। এদেশের কৃষক-শ্রমিক, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে জননেত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াত কখনো মানুষের কথা ভাবেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কথা ভাবে। তিনি ভূমিহীন মানুষদের ঘর উপহার দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে বসবাসরত দরিদ্র, অনগ্রসর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং দূর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাইজহোল্ড সাইলো সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মধ্যে পারিবারিক সাইলো বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, গত বন্যায় সিংড়া উপজেলার প্রায় অর্ধেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুটি এলাকায় বাঁধ ভেঙ্গে গিয়েছিল। ৩৮টি পরিবার তাঁদের জায়গা হারায়। আমরা তাঁদের পাশে দাঁড়িয়েছি, খাবার দিয়েছি। বন্যা কবলিত পরিবারের পাশে থেকেছি। করোনা ও বন্যায় ৭২ হাজার পরিবারকে খাদ্য দিয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মাধ্যমে ১ কোটি ২৬ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকার অনুদান দিয়েছি। নগদ ২০ লক্ষ টাকা ও শিশুখাদ্য দিয়েছি।
৫টি মৌলিক অধিকার নিশ্চিত করেছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিল তখন ৭১ এর পরাজিত সৈনিকরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। বর্তমানে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করছে।
শনিবার বেলা ১১টায় সিংড়া গোডাউন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হারুন-অর-রশিদ, উপজেলা আ’লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস।
সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডের ৮০২টি পরিবারের মাঝে সাইলো বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুস ছালাম বিশ্বাস, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।