মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক, কৃতী ফুটবলার মরহুম বেলাল হোসেনের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুম্মা নওয়াপাড়ার ক্লিনিকপাড়ার বায়তুল আমান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি জালাল উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা আবুল বাশার ভূঁইয়া, আবুল কাইউম, মোতওয়ালী ইকবাল হোসেন বাবু, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক এসএম ফারুক আহমেদ, মসজিদের মোয়াজ্জ্বিন মাওলানা মোহাম্মাদ আলী, সুমন মোগল, মোস্তাক হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার শেখ আহাদুজ্জামান আহাদ নূরসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা।
মহামারি করোনাকালে নিরাপদ দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে ধোপাদি গ্রামের বিশিষ্ট সমাজসেবক ইসমাইল হোসেন জানান, ধোপাদি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম বেলাল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।