কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে চাটমোহর উপজেলা কৃষকলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮জানুয়ারি) সকাল ১১টায় চাটমোহর ডাকবাংলো চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষকলীগ চাটমোহর শাখার আহবায়ক মোঃ আব্দুল মমিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস,এম, নজরুল ইসলাম। অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করেন, পাবনা জেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব শহীদুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান তৌফিক সহ চাটমোহর উপজেলার ১১ ইউনিয়নের বাংলাদেশ কৃষকলীগ ইউনিয়ন কমিটির সভাপতি, সম্পাদক ও আহবায়ক।
বর্ধিত সভায় ২২শে-মার্চের মধ্যে বাংলাদেশ কৃষকলীগ, চাটমোহর শাখার ত্রি-বার্ষিক সাধারন সভা সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত নেওয় হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এ্যাডঃ মোঃ আব্দুল মমিন, সদস্য সচিব, বাংলাদেশ কৃষকলীগ চাটমোহর উপজেলা শাখা।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
চাটমোহরে কৃষকলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২